বান্দরবান পার্বত্য জেলার মাধ্যমিক পর্যায়ের একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান, বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে এ প্রতিষ্ঠান উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলছে। এ বিদ্যালয় প্রতিষ্ঠান তারিখঃ ৩১/১২/১৯৭৭ খ্রিঃ জাতীয়করণঃ ০১/০৮/১৯৮২ খ্রিঃ দিন বদলের সাথে পাল্লা দিয়ে যুগোপযোগী আধুনিক প্রযুক্তিবিদ ও বিজ্ঞান মানসিকতার পাশাপাশি দেশপ্রেমিক, মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরির প্রতিষ্ঠান হিসেবে অনন্য ভূমিকা রেখে চলার প্রচেষ্টা অব্যাহত রাখার দৃঢ়তা রেখে কার্যক্রম চালু রয়েছে।

উল্লেখ্য যে, শিক্ষার আলো বিচ্ছুরিত করার সাথে সাথে সংস্কৃতি ও ক্রীড়া জগতে ও বিদ্যালয়ের ছাত্রীরা উল্লেখযোগ্য অবদান রেখে চলছে। সামাজিক কিছু ব্যাধি যেমন বাল্যবিবাহ, যৌতুকপ্রথা, জঙ্গিবাদ, নেশা, দুর্নীতি ও অন্যায় নেতিবাচক বিষয়ে শিক্ষার্থীদের মনোজগতে যেন ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয় অর্থাৎ সচেতনমূলক উদ্যোগ গ্রহণ করা হয়। আর এ দিকগুলোকে আলোকিত বিকশিত করে চলেছেন এ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমন্ডলী।

স্মৃতি কণা দে

প্রধান শিক্ষিকা